attiurবর্তমানে দেশের পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে উল্লেখ করে, এ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। শনিবার রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের ঝুঁকিমুক্ত বিনিয়োগ নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

সেমিনারে, আবাসন খাতের উন্নয়নে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ সুবিধা দাবি করে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন, রিহ্যাব।

গত অর্থবছর ১৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশ ব্যাংক বলছে, পরিস্থিতি অনুকূলে থাকায় চলতি অর্থবছর এর পরিমাণ ১৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

পায় ১ কোটি প্রবাসীর পাঠানো বিপুল এই অর্থ যেন উৎপাদনশীল খাতে ব্যয় হয়, সে লক্ষ্যেই রাজধানীতে আয়োজন করা হয় ‘আবাসন ও পুঁজিবাজারে প্রবাসীদের বিনিয়োগ’ শীর্ষক একটি সেমিনার। যেখানে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে করমুক্ত সুবিধা দাবি করেন বক্তারা।

সেমিনারে আবাসন খাতের বর্তমান সংকট মোকাবেলা ও প্রবাসীদের আস্থা ধরে রাখতে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে আবাসন শিল্প মালিকদের সংগঠন-রিহ্যাব।

এদিকে, প্রবাসী বিনিয়োগকারীদেরকে আবাসন খাতে বিনিয়োগে আগ্রহী করতে রিহ্যাবকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

এছাড়া দেশি কোন ব্যাংক বিদেশে তাদের প্রতিনিধি প্রতিষ্ঠান স্থাপন করার আগ্রহ দেখালে, সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন ড. আতিউর রহমান।

LEAVE A REPLY